Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় পর্দায় আবার অমিতাভ-দীপিকা জুটি


৬ এপ্রিল ২০২১ ১৯:০৩

২০১৫ সালে সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে একসঙ্গে কাজ করেন অমিতাভ ও দীপিকা। বাবা-মেয়ের সম্পর্কের রসায়ন সে সময় মনে ধরেছিল দর্শকদের। এবার আরও একবার বড় পর্দায় অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোনের জুটি। হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন ‘পিকু’র বাবা-মেয়ে। ছবির পরিচালনা করছেন অমিত রবিন্দরনাথ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবির পোস্টার শেয়ার করেন দীপিকা। লেখেন, ‘আমার অন্যতম প্রিয় সহ-অভিনেতার সঙ্গে আরও একবার কাজের সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছি। অমিতাভ বচ্চন স্যারকে স্বাগত দ্য ইন্টার্নের ভারতীয় পুনর্নির্মাণে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৫ সালে হলিউডে মুক্তি পায় ‘দ্য ইন্টার্ন’ ছবিটি। ঘরনা কমেডি-ড্রামা। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রবার্ট ডি নিরো (রবার্ট) ও অ্যান হ্যাথওয়ে। ৭০ বছরের বৃদ্ধ নিরো স্ত্রী মারা যাওয়ার পর একটি অনলাইন ফ্যাশন ওয়েবসাইটে সিনিয়ার ইন্টার্ন হিসেবে যোগ দেয়। ওই সংস্থারই যুবতী সিইও-র সঙ্গে একটি অসমবয়সী বন্ধুত্ব গড়ে ওঠে। ছবিটি সেই সময় মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। পরিচালনায় ছিলেন ন্যান্সি মেয়ার্স।

এই ছবির হিন্দি পুনর্নির্মাণে অ্যানের ভূমিকায় থাকছেন দীপিকা এবং রবার্টের চরিত্রে অমিতাভ। প্রথমে রবার্টের চরিত্রে ঋষি কপূরকে ভেবেছিলেন পরিচালক। অভিনেতার মৃত্যুর পর এই চরিত্রটি যায় অমিতাভের ঝুলিতে। এখন শুধু প্রিয় জুটির ফের বড় পর্দায় আসের অপেক্ষা!

অমিতাভ বচ্চন অমিতাভ-দীপিকা জুটি দীপিকা পাড়ুকোন বলিউড অভিনেতা বলিউড অভিনেত্রী বলিউড ইন্ডাস্ট্রি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর