Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুস্থ হয়ে বাসায় গেলেন হাবিব

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ এপ্রিল ২০২১ ১২:৪৯

গত ১ এপ্রিল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলেও সতর্কতার অংশ হিসেবে হাসপাতালে ভর্তি হন। তবে তিনি এখন পুরোপুরি সুস্থ। তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাসায় ফেরার সময় সঙ্গে ছিলেন তার বাবা পপসংগীত তারকা ফেরদৌস ওয়াহিদ।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘হাবিব ওয়াহিদ এখন সম্পূর্ণ সুস্থ। উনার বাবা আজ (৫ এপ্রিল, সোমবার) বিকাল ৫টার দিকে নিয়ে গেছেন। কিছু দিন বেডরেস্টে থাকবেন তিনি।’

এর আগে হাসপাতাল ভর্তির পর চিকিৎসক জানিয়েছিলেন, তার জ্বর ও কাশি আছে। সঙ্গে শরীরও দুর্বল। এছাড়াও তার ফুসফুস ৩০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সারাবাংলা/এজেডএস

করোনাভাইরাস হাবিব ওয়াহিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর