Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিরতে বাধ্য হলেন সানি লিওনি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৫ এপ্রিল ২০২১ ২১:০৯

একের পর এক বলিউড তারকা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যেই সানি লিওনি গিয়েছিলেন শুটিংয়ে। কিন্তু মহারাষ্ট্র রাজ্য সরকারের নিষেধাজ্ঞার কারণে শুটিং শেষ না করেই তাকে বাড়ি ফিরতে হয়েছে।

জানা গেছে, গত রোববার (৪ এপ্রিল) ভারতের মহারাষ্ট্র সরকার মুম্বাই শহরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের ঘোষণা করে। যেটি চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

মুম্বাই মিররের খবরে  বলা হয়েছে, সানি লিওনি শুটিং শেষে বাড়ির ফেরার পথে কিছু ছবি শেয়ার করেছেন। যে ছবিগুলোতে তাকে ক্যাজুয়াল পোশাকে দেখা গেছে, তার মুখে ছিল মাস্ক। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বাড়ির ফিরতে বাধ্য হলাম। লকডাউন। সবাই নিরাপদে থাকুন।’

এদিকে ভিকি কৌশাল ও ভূমি পেডনেকার ইতোমধ্যে করোনা পজেটিভ হয়েছেন। তারাও কিন্তু সিনেমার শুটিং করছিলেন। তাদের করোনা পজেটিভ আসায় ‘মিস্টার লিলি’ ছবির শুটিং স্থগিত করা হয়েছে।

সারাবাংলা/এজেডএস

নিষেধাজ্ঞা লকডাউন সানি লিওনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর