Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন বছর পর নতুন বিজ্ঞাপনে বুবলী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ এপ্রিল ২০২১ ২০:২২

শবনম বুবলী জনপ্রিয় নায়িকা। টিভি উপস্থাপিকা থেকে হয়েছেন চলচ্চিত্রের নায়িকা। অভিনয় করেছেন বসগিরি, পাসওয়ার্ড, মনের মতো মানুষ পাইলাম না, বীর ছবিগুলোতে। চলচ্চিত্রে অভিনয়ের ফাঁকে তিনি বিজ্ঞাপনেও কাজ করেছেন। তবে তাও শেষ কাজ করেছেন ২০১৮ সালে। তিন বছর আবার তিনি বিজ্ঞাপনে কাজ করলেন।

‘নাসির মিরর গ্লাস’-এর মডেল হয়েছেন বুবলী। নির্মাণ করেছেন মো. নাঈমুল ইসলাম। শনিবার (৩ এপ্রিল) বিজ্ঞাপনটির শুটিং হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপনটি নিয়ে বুবলী বলেন, নাসির গ্রুপকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর পরিকল্পনা করে তাদের বিজ্ঞাপনে আমাকে সম্পৃক্ত করার জন্য। এ গ্রিনবি কমিউনিকেশনস্ খুব চমৎকার আয়োজনে বিজ্ঞাপনের কাজটি করেছে, যা প্রচারের দর্শক বুঝতে পারবেন। পুরো টিমের সাথে কাজ করে আমার সত্যি ভালো লেগেছে।

তিনি আরও বলেন, যে কোনো কাজের ক্ষেত্রে বরাবরই আমি বেশি প্রাধান্য দেই কোয়ালিটিফুল ভালো মানকে। একজন সচেতন মানুষ হিসেবে আমি মনে করি কোনো বিজ্ঞাপনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা মানে এটি একটি দায়বদ্ধতা। অবশ্যই সেই পণ্যের গুণগত মান সঠিক এবং নির্ভরযোগ্য কিনা তা যাচাই করি। সেদিক থেকে নাসির গ্রুপের পণ্যের তুলনা নেই।

উল্লেখ্য বুবলী প্রথম বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন ২০১৬ সালে। সেটি ছিল তিব্বত সাবানের বিজ্ঞাপন।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন শবনম বুবলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর