Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবার সিনেমায় জেসিয়া

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ এপ্রিল ২০২১ ১৬:২০ | আপডেট: ৫ এপ্রিল ২০২১ ২০:১৮

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ মুকুট জয় করে আলোচনায় আসেন জেসিয়া ইসলাম। পুরস্কার জেতার পর থেকে তিনি মডেলিংয়ে বেশি সময় দেন।  তবে অল্প কিছু নাটকে তাকে দেখা যায়। এবার তাকে দেখা যাবে সিনেমায়।

‘অরণ্যে রোদন’ নামক সিনেমাটি পরিচালনা করবেন এস আই খান মিঠু। তিনি বলেন, ‘এটি আমার দ্বিতীয় সিনেমা। ইতোমধ্যে আমরা সকল প্রস্তুতি শেষ করে নিয়ে এসেছি। আমরা কয়েকজন অভিনয়শিল্পীকে চুক্তিবদ্ধ করিয়েছি। জেসিয়া সে শিল্পীদের মধ্যে অন্যতম। বাকি কারা কাজ করবেন তা আমরা খুব শিগগিরই জানাব।’

বিজ্ঞাপন

মিঠু জানান, চলতি মাসের শেষের দিকে তার পরিকল্পনা রয়েছে ছবিটির শুটিং শুরু করার। ছবির গল্প হবে অ্যাডভেঞ্চারধর্মী। এটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

উল্লেখ্য এস আই খান মিঠু পরিচালিত প্রথম ছবি ছিল ‘অচেনা হৃদয়’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন ও প্রসূন আজাদ।

সারাবাংলা/এজেডএস

জেসিয়া ইসলাম

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর