সানী ব্যতীত মৌসুমীর পুরো পরিবার করোনায় আক্রান্ত
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ এপ্রিল ২০২১ ১৩:৪৮ | আপডেট: ৪ এপ্রিল ২০২১ ১৯:২৬
৪ এপ্রিল ২০২১ ১৩:৪৮ | আপডেট: ৪ এপ্রিল ২০২১ ১৯:২৬
বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় দম্পতি ওমর সানী ও মৌসুমী। তাদের বড় সন্তান ফারদিনের বিয়ের অনুষ্ঠান ছিল গত ২৬ মার্চ। সে অনুষ্ঠানের কারণে অনেক বেশি জনসমাগম হয়েছিল। আর এ জনাসগমে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় নায়িকা মৌসুমী।
শুধু মৌসুমী নন, তার ছেলে ফারদিন, পুত্রবধূ আয়েশাসহ পরিবারের আরও কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হয়। শনিবার (৩ এপ্রিল) তারা করোনা পরীক্ষার ফল হাতে পান। সেখানে দেখা যায় ওমর সানী ব্যতীত দুই পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।
ওমর সানী গণমাধ্যমকে বলেন, ‘গেল ক’দিন নানা উপসর্গের পর গতকাল নমুনা পরীক্ষা করতে দিয়েছি সবাই। রাতে রেজাল্ট পাই। আমি ছাড়া পরিবারের সবাই পজিটিভ। নেগেটিভ হয়েও শান্তি পাচ্ছি না। কারণ, পরিবারের চিন্তা তো করতে হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সাফা দান করেন।’
সারাবাংলা/এজেডএস