Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা ও নড়াইলে প্রদর্শিত ‘রূপসা নদীর বাঁকে’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ এপ্রিল ২০২১ ১৩:০৭

‘রূপসা নদীর বাঁকে’ নিয়ে নন্দিত নির্মাতা তানভীর মোকাম্মেল খুলনা ও নড়াইলে গিয়েছিলেন। এ দুই জেলায় ছবিটির বেশ কয়েকটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মহান স্বাধীনতার দিবস উপলক্ষ্যে ২৫ ও ২৬ মার্চ খুলনার উমেশচন্দ্র লাইব্রেরীর মিলনায়তনে অনুষ্ঠিত হয় খুলনা অঞ্চলের ত্যাগী এক বামপন্থী নেতার কাহিনি ছবিটির প্রদর্শনী।

২৯ মার্চ একই জায়গায় অনুষ্ঠিত হয় গ্রন্থপাঠ প্রতিক্রিয়া ও সঙ্গীতানুষ্ঠান শিরোনামে তানভীর মোকাম্মেলের দেশভাগ ট্রিলজী ‘বিষাদনদী’ প্রদর্শন করা হয়। একই সঙ্গে শরিফ আতিক-ইজ-জামানের ‘পুনশ্চ রবীন্দ্রনাথ’ গ্রন্থ দুটি নিয়ে আলোচনাসহ তার একক সঙ্গীত অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

৩১ মার্চে ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটির অনেকগুলি দৃশ্যের শুটিং স্পট হিসেবে ব্যবহৃত খুলনার বটিয়াঘাটার গ্রামবাসীদের জন্যে বসুরাবাদের গ্রামে অনুষ্ঠিত হয় ছবিটির উন্মুক্ত প্রদর্শনী।

এছাড়া নড়াইলের এগারখানের হাতিয়ারা গ্রামের অলোকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের বিশেষ আমন্ত্রণে তানভীর মোকাম্মেলের উপস্থিতিতে ৩১ মার্চ এক অনুষ্ঠানে লচ্চিত্রটি প্রদর্শিত হয়।

‘রূপসা নদীর বাঁকে’  ছবিটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ১৭ মিনিট। ছবিটি সিনেমা হলে মুক্তি পায় গত বছরের ১১ ডিসেম্বর।

একজন ত্যাগী বামপন্থী নেতার জীবন নিয়ে নির্মিত ‘রূপসা নদীর বাঁকে’। ২ ঘন্টা ১৭ মিনিট দৈর্ঘ্যরে চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান, সম্পাদনায় ছিলেন মহাদেব শী, শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ। আবহসঙ্গীতে ছিলেন সৈয়দ সাবাব আলী আরজু, পোষাকে চিত্রলেখা গুহ ও মেকআপে মোহাম্মদ আলী বাবুল। ছবিটির সহকারী পরিচালক ছিলেন রানা মাসুদ, সৈয়দ সাবাব আলী আরজু ও সগীর মোস্তফা।

বিজ্ঞাপন

ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার, জেবুন্নেসা টুনটুনি, পাভেল ইসলাম, শরীফ হোসেন ইমন, মোহসীন শামীম, ইকবাল আহমেদ, এনায়েত এ মাওলা জিন্নাহ. মাহমুদ আলম, খন্দকার সোহান, পংকজ মজুমদার, ইব্রাহীম বিদ্যুৎ, শ্যামল বিশ্বাস, আছিরউদ্দীন মিলন, নবকুমার সরকার, জহির বাচ্চু, মৃণাল দত্ত, প্রশান্ত কর্মকার, স্বপন গুহ, শেখ আবুল খায়ের, নাহার কৃপা, অপরূপ রাহী, আজম শেখ, রানা মাসুদ, রেজাউল করিম সিদ্দীক, মেহেদী আল আমীন, শিশু শিল্পী তূর্য, হিয়া, হিমু, পৌর্শিয়া ও অতিথি শিল্পী অ্যান্ড্রু জোন্স।

সারাবাংলা/এজেডএস

তানভীর মোকাম্মেল রুপসা নদীর বাঁকে