Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত আফসানা মিমিকে হাসপাতালে ভর্তি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ এপ্রিল ২০২১ ১৬:০৪

জনপ্রিয় অভিনেত্রী ও নাট্যপরিচালক আফসানা মিমিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরের দিকে হাসপাতালে ভর্তি করা হয়। মিমির পরিবারের ঘনিষ্ঠজন সাংবাদিক নজরুল সৈয়দ খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সপ্তাহে পরীক্ষা করানোর পর আফসানা মিমির করোনা পজেটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। একই সঙ্গে চিকিৎসকদের পরামর্শে চলছিলেন। তবে কাশিটা বাড়ায় এবং শারীরিক অবস্থার উন্নতি না হওয়া হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ‘কাশিটা একটু সমস্যা করছে। এছাড়া খারাপ কিছু নয়। তাছাড়া হাসপাতালে সিট পাওয়াও কষ্টকর। খোঁজ নিয়ে জানলাম এখানে একটি সিট খালি আছে। তখন ভর্তি করাই।’

সারাবাংলা/এজেডএস

আফসানা মিমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর