Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও ফিল্মফেয়ার জিতলেন জয়া আহসান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩১ মার্চ ২০২১ ২২:৫৯ | আপডেট: ৩১ মার্চ ২০২১ ২৩:২৫

আবারও বাংলা ভাষার ছবির জন্য ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ হিসেবে ভারতের অস্কারখ্যাত ‘ফিল্মফেয়ার পুরস্কার’ জিতলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে আগেরবার জনপ্রিয় ক্যাটাগরিতে পুরস্কার পেলেও এবার পেয়েছেন সমালোচক ক্যাটাগরিতে।

‘রবিবার’ ও ‘বিজয়া’এই দুই ছবির জন্য সমালোচক ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হচ্ছে জয়াকে। বুধবার (৩১ মার্চ) ফিল্মফেয়ার কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

এর আগে, কৌশিক গাঙ্গুলীর ‘বিসর্জন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০১৮ সালে ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ হিসেবে জনপ্রিয় ও সমালোচক দুই ক্যাটাগরিতেই মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান। সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে পুরস্কার জেতেন তিনি।

এ বছর জয়ার সঙ্গে প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জনপ্রিয় ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার জিতেছেন স্বস্তিকা মুখার্জী (শাহ্‌ জাহান রিজেন্সী) ও শুভশ্রী গাঙ্গুলী (পরীণিতা)। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে সৃজিৎ মুখার্জি পরিচালিত ‘ভিঞ্চি দা’। ‘জ্যেষ্ঠপুত্র’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন কৌশিক গাঙ্গুলী।

সারাবাংলা/এজেডএস

জয়া আহসান ফিল্মফেয়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর