Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান খানের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন প্রেমিকা


৩১ মার্চ ২০২১ ২০:৫০

বলিউড ইন্ডাস্ট্রিতে বিপদের বন্ধু হিসেবে যেমন সর্বজন শ্রদ্ধেয় ভাইজান খ্যাত সালমান খান, তেমনি প্রেমিক পুরুষ হিসেবেও তিনি আলোচিত। এখনো অবধি বিয়ে না করলেও একাধিক নারীর সঙ্গে সালমান খানের প্রেমের খবরে মাঝে মাঝেই উত্তাল হয়েছে বলিউড। তাদেরই একজন প্রাক্তন অভিনেত্রী সোমি আলী। বলিউড ইন্ডাস্ট্রিতে বেশিদিন দেখা যায়নি তাকে। বলতে গেলে সালমান খানের সঙ্গে প্রেমের গুঞ্জনই বিনোদন দুনিয়ায় খবরের শিরোনামে নিয়ে এসেছিল এই অভিনেত্রীকে। নিজের পুরনো সম্পর্ক নিয়ে এতদিন পরে আবার মুখ খুললেন তিনি। দাবি করলেন, সম্পর্ক চলাকালীন সালমানই ধোঁকা দিয়েছিলেন তাকে।

বিজ্ঞাপন

ভারতীয় বিনোদন সংক্রান্ত এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সোমি আলী জানালেন অভিনেত্রী ও ভারতীয় প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দীনের প্রাক্তন স্ত্রী সংগীতা বিজলানির সঙ্গে সালমানের প্রেমের প্রসঙ্গও। তার কথায়, ‘আমি প্রায়ই দেখতাম সংগীতা এসেছেন সালমানের বাড়িতে। দেখলেই আমি রেগে যেতাম। সেই সময় আমি সালমানকে বিয়ে করার জন্য পাগল। প্রায় এক বছর পরে আমরা ডেট করা শুরু করি। ও আমার জন্যই সংগীতার সঙ্গে ব্রেক আপ করেছিল। এটা অন্যায় হয়েছিল। কিন্তু আমার বয়স তখন খুবই কম ছিল বলে এত কিছু ভেবে দেখিনি।’ নিজের ব্রেক আপের কথা বলতে গিয়ে সোমি জানিয়েছেন, ‘রিলেশনশিপ চলতে চলতেই সালমান খান আমাকে ধোঁকা দেয়। এরপরই আমি ব্রেক আপ করি ওর সঙ্গে।’

নায়িকা হিসেবে কেরিয়ার গড়া নিয়ে যে তার বিশেষ মাথাব্যথা ছিল না, তাও জানিয়েছেন সোমি। অভিনেত্রী খোলাখুলি জানিয়েছেন, সালমানের কাছাকাছি আসতে চেয়েই তার বলিউডে পা রাখা। তবে এই প্রথম যে সালমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুললেন সোমি, তা নয়। এর আগে তিনি দাবি করেছিলেন, ঐশ্বরিয়া রাইয়ের কারণেই ফাটল ধরেছিল তার আর সালমানের সম্পর্কে। সোমি জানিয়েছিলেন, “আমি আর সালমান একসঙ্গে সুন্দর সময় কাটাচ্ছিলাম। সেই সময়ই ‘হাম দিল দে চুকে সনম’-এর শুটিং শুরু হয়। ওই ছবির সূত্রেই প্রথম বার ওদের দু’জনের দেখা হয়েছিল। ছবির কাজ শেষ হতে না হতেই ওরা ডেট করতে শুরু করে দিল।”

আর কী কোনও যোগাযোগ রয়েছে প্রাক্তন প্রেমিকের সঙ্গে? উত্তরে এই অভিনেত্রী সরাসরি বললেন, ‘নাহ। বহু বছর হয়ে গেল সালমানের সঙ্গে আমার কোনও কথা হয়নি। আমি মনে করি এটাই ঠিক। তবে ওর মায়ের সঙ্গে দেখা হয়েছিল। উনাকে আমি খুবই শ্রদ্ধা করি।’

বিজ্ঞাপন

বলিউড অভিনেতা বলিউড অভিনেত্রী বলিউড ইন্ডাস্ট্রি সালমান খান সোমি আলী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর