Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০০ হলে মুক্তির টার্গেট ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ মার্চ ২০২১ ১৭:১৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব থেকে তারুণ্যের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। ছবিটি আগামী ২ এপ্রিল সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। ছবির পরিচালক ও প্রযোজক সেলিম খান জানিয়েছেন, তাদের টার্গেট ১০০ সিনেমা হলে মুক্তি দেওয়ার।

রোববার (২৯ মার্চ) বিকেলে সারাবাংলাকে সেলিম খান বলেন, আমরা ইতোমধ্যে ৫২টি সিনেমা হল বুকিং সম্পন্ন করেছি। কিন্তু আমাদের ইচ্ছে আছে কমপক্ষে ১০০ হলে মুক্তি দেওয়ার। যেহেতু বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ চলছে তাই এ চেষ্টা। আমরা হল মালিকদের সঙ্গে কথা বলছি।

বিজ্ঞাপন

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটির উপদেষ্টা পরিচালক হিসেবে ছিলেন শামীম আহমেদ রনী। ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর চরিত্রে অভিনয় করেছেন দীঘি। ছবিটি সেন্সর বোর্ডে কয়েক দফা প্রদর্শনের পর মুক্তির অনুমতি পেয়েছে।

সারাবাংলা/এজেডএস

টুঙ্গিপাড়ার মিয়া ভাই

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর