Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হলো বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে মিজানুর রহমানের চিত্রপ্রদর্শনী


২৮ মার্চ ২০২১ ১৯:৪৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্ব প্রামান্য ঐতিহ্যের অন্তর্ভুক্ত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এবং অন্যান্য ভাষণের উপর ভিত্তি করে আজ (২৮ মার্চ) থেকে শুরু হয়েছে শিল্পী মিজানুর রহমানের নির্বাচিত শিল্পকর্মের একক চারুকলা প্রদর্শনীর। জাতীয় চিত্রশালার ৪নং গ্যালারীতে ‘স্বাধীনতার মৃত্যুঞ্জয়ী কবি’ শীর্ষক এই প্রদর্শনী চলবে পক্ষকালব্যাপী।

রবিবার (২৮ মার্চ) বিকেল ৫টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং চিত্রশিল্পী অধ্যাপক আবুল বারক আলভী। এবং স্বাগত বক্তব্য রাখেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।

‘স্বাধীনতার মৃত্যুঞ্জয়ী কবি’ শীর্ষক এই প্রদর্শনীটি ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা এবং শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

জাতীয় চিত্রশালা বাংলাদেশ শিল্পকলা একাডেমি লিয়াকত আলী লাকী শিক্ষামন্ত্রী দিপু মনি শিল্পী মিজানুর রহমান