Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোভা এবার মোশাররফ করিমের সঙ্গে


২৭ মার্চ ২০২১ ১৭:১০

এবার বিজ্ঞাপনে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে জুটি বাঁধলেন অভিনেত্রী নোভা। এর আগে বেশ কিছু নাটকে একসঙ্গে অভিনয় করলেও তাদের কোনো বিজ্ঞাপনে দেখা যায়নি। এবার প্রথমবারের মতো বিজ্ঞাপনে জুটি বাঁধলেন তারা।

জানা গেছে, টোস্টার প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত এই টিভিসিটি কনক্রিট মিক্সারের। শিগগিরই টিভি চ্যানেলসহ নানা মাধ্যমে প্রচারে আসবে এটি। গেল সপ্তাহে এই বিজ্ঞাপনের শুটিং শেষ হয়েছে।

বিজ্ঞাপন

এই বিজ্ঞাপন প্রসঙ্গে নোভা জানালেন, ‘ক্যারিয়ারে অনেকবারই মোশাররফ ভাইয়ের সঙ্গে জুটি হয়ে নাটকে অভিনয় করেছি। তবে কখনোই বিজ্ঞাপনে কাজ করা হয়নি। সেই আক্ষেপটা এবার দূর হলো। আমরা প্রথমবার একসঙ্গে বিজ্ঞাপনে হাজির হতে যাচ্ছি।’

এদিকে নোভা ‘মৃধা ভার্সেস মৃধা’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করলেন। ছবিটি পরিচালনা করছেন রনি ভৌমিক। এ সিনেমায় নোভার সঙ্গে দেখা যাবে সিয়াম আহমেদকে। আরও থাকছেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজিদা প্রীতি প্রমুখ।

অভিনেত্রী নোভা মোশাররফ করিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর