Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিষেকের মেয়ের পছন্দ না, তবু…

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৪ মার্চ ২০২১ ১৪:৪১

শরীরের ওজন কমিয়েছেন অনেক, মুখে দাঁড়ি রেখেছেন। এসবই করছেন তার নতুন ছবি ‘দাসভী’র জন্য। কিন্তু এত কসরত করছেন চরিত্রকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য। কিন্তু তার এ নতুন লুক পছন্দ করছে না তার মেয়ে।

কন্যা অরাধ্য নাকি বাবার এ লুক দেখে বলছে, ‘এটা কি বাবা! একদমই পঁচা লাগছে তোমাকে।’ কিন্তু কী করা যাবে শুটিং শেষ হওয়ার আগে তো লুক পরিবর্তন করা যাবে না।

তুষার জালোটা পরিচালিত ছবিটি প্রযোজনা করছে দীনেশ ভিযান প্রোডাকশন।

প্রায় এক মাস ধরে আগরার কেন্দ্রীয় জেলে ছবিটির শুটিং করছেন অভিষেক। এটাই অভিষেকের ক্যারিয়ারে প্রথমবার কোন জেলে শুটিং অভিজ্ঞতা।

অভিষেক বলেন, ‘শুরুর দিকে মনে হচ্ছিল এখানে শুটিং করা অনেক কষ্টের হবে। কিন্তু যতই দিন যাচ্ছে আস্তে আস্তে মানিয়ে নিতে পারছি।’

এদিকে একই সময়ে অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া হায়দারাবাদে শুটিং করছেন মনি রত্নমের ছবিতে।

সারাবাংলা/এজেডএস

অভিষেক বচ্চন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর