Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশ্যে আনুষ্কা-বিরাটের কন্যা, তবে


২২ মার্চ ২০২১ ১৪:৪৫

সদ্য মা-বাবা হয়েছেন বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। সাধ করে মেয়ের নাম রাখেন ভামিকা। তবে এখনও মেয়ের মুখ সবাইকে দেখাননি এই জুটি। জন্মানোর পর থেকে ক্যামেরা, ফ্ল্যাশ, স্পটলাইটের বাইরেই নিজের সন্তানকে রেখেছেন দু’জনে। মেয়েকে কিছুতেই ক্যামেরার সামনে আনবেন না তারা। এ ব্যাপারে একটু বেশিই কঠোর আনুষ্কা এবং বিরাট। মেয়েকে নিয়ে ছবি অবশ্য শেয়ার করেছিলেন, তবে মুখ আড়াল করে। এবার সেই ভামিকাকে নিয়ে বিমানবন্দরে দেখা গেল আনুষ্কা ও বিরাটকে। কিন্তু এবারও দেখা গেল না ছোট্ট ভামিকার মুখ।

বিজ্ঞাপন

রবিবার (২১ মার্চ) ভারতের আহমেদাবাদ থেকে পুণেতে উড়ে গেলেন ভারতীয় ক্রিকেট দল। সঙ্গে ছিলেন তাদের স্ত্রী ও সন্তান। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল আনুষ্কা ও বিরাট কোহলিকে। মুহুর্তেই ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা গেল, ছোট্ট ভামিকাকে কোলে নিয়ে আগে আগে হাঁটছেন আনুষ্কা। আর অন্যদিকে আনুষ্কার পিছনে লাগেজ সামলাতে ব্যস্ত বিরাট কোহলি। এই ছবি ইন্টারনেটে আপলোড হতেই তুমুল ভাইরাল। আনুষ্কা-বিরাটের মেয়েকে দেখার জন্য নেটিজেনরা অধীর অপেক্ষায় বসে ছিলেন, কিন্তু সে আশা পূরণ হলোনা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এর আগে আন্তর্জাতিক নারী দিবসের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী-কন্যার ছবি শেয়ার করেছিলেন বিরাট কোহলি। সেই ছবি শেয়ার করে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে বিরাট লিখেছিলেন, ‘সন্তান জন্ম হওয়া দেখাটা এক অন্যরকম অভিজ্ঞতা। যা দেখে সত্যিই পরিষ্কার হয়ে যায়, কেন ঈশ্বর নারীদের মধ্যেই এই ক্ষমতা দিয়েছেন যে, নারীরাই নতুন প্রাণের জন্ম দিতে পারে। কারণ, পুরুষদের থেকে নারীরাই আসল শক্তিশালী। অন্তর থেকেও, বাইরে থেকেও। আমি চাই আমার কন্যাও তার মায়ের মতো সব দিক থেকে শক্তিশালী হয়ে উঠুক। শুভ নারী দিবস। সব নারীর জন্যই।’

অভিনেত্রী আনুষ্কা শর্মা আনুষ্কা শর্মা বলিউড অভিনেত্রী বিরাট কোহলি ভামিকা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর