পাঁচ বছর পর কাইজু-রোবটের লড়াই
২২ মার্চ ২০১৮ ১৬:৪৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
২০১৩ সালে মুক্তি পায় ‘প্যাসিফিক রিম’। বৈজ্ঞানিক কল্পকাহিনী ও অ্যাকশন নির্ভর ছবিটি মাত করে দিয়েছিল দর্শকদের। ১৯০ মিলিয়ন মার্কিন ডলার ব্যায়ে নির্মিত ছবিটি আয় করে ৪১১ মিলিয়ন ডলার।
সাফল্যের ধারাবাহিকতায় প্রযোজনা প্রতিষ্ঠান দ্বিতীয় কিস্তির ঘোষণা দিয়েছিল অনেক আগেই। তার বাস্তবায়ন হলো পাঁচ বছর পর। নির্মিত হয়েছে সিরিজের নতুন পর্ব ‘প্যাসিফিক রিম: আপরাইজিং’।
শুক্রবার (২৩ মার্চ) যুক্তরাষ্ট্রের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি। ঢাকার দর্শকরা ছবিটি দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্সে।
‘প্যাসিফিক রিম: আপরাইজিং’ ছবিটি মূলত পৃথিবী বাঁচানোর লড়াই। এই লড়াই দৈত্যাকার পশু কাইজু ও মানুষ নিয়ন্ত্রিত রোবটের।
দ্বিতীয় পর্বের গল্প এগিয়ে যাবে প্রথম পর্বকে অনুসরণ করেই। বিধ্বংসী কাইজুরা আবারও খুঁজে পাবে পৃথিবীতে ফিরে আসার পথ। অন্যদিকে রোবট নিয়ে আবার ঝাঁপিয়ে পড়বে মানুষ। হবে পৃথিবী রক্ষার লড়াই।
সিরিজের প্রথম পর্ব নির্মান করেছিলেন অস্কারজয়ী পরিচালক গিয়ের্মো দেল তোরো, আর দ্বিতীয় পর্বটি পরিচালনা করেছেন স্টিভেন এস. ডিকনাইট।
সারাবাংলা/পিএ