Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিশি কাপুরে জায়গায় দীপিকার সঙ্গে অমিতাভ বচ্চন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ মার্চ ২০২১ ১৬:২৫

গত বছরের জানুয়ারিতে আজুর এন্টারটেইনমেন্ট এবং ওয়ার্নার ব্রাদার্স দীপিকা পাড়ুকোন ও রিশি কাপুরকে নিয়ে হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’ রিমেকের ঘোষণা দেন। তখন বলা হয়েছিল দীপিকা ও রিশিকে দেখা যাবে অ্যান হ্যাথওয়ে এবং রবার্ট ডি নিরোর চরিত্রে। কিন্তু রিশি কাপুর অকাল মৃত্যুতে প্রযোজনা সংস্থা বিশাল সমস্যায় পড়ে যায়।

এ সমস্যার সমাধানে প্রযোজনা সংস্থা থেকে অমিতাভ বচ্চনের কথা ভাবা হচ্ছে। খবর বলিউড হাঙ্গামা।

বিজ্ঞাপন

প্রযোজনা সংস্থার একটি সূত্র বলেছে, রিশি কাপুরের মৃত্যুতে তাদের যাত্রা পথে অনেক বড় একটা পাহাড় এসে পড়েছে। এত বড় একজন অভিনেতাকে হারিয়ে পরিচালককে নতুন করে ভাবতে হয়েছে কাস্ট নিয়ে।

তবে সূত্রটি অমিতাভ বচ্চনের অভিনয় করা নিয়ে সরাসরি কিছু বলতে রাজি হননি।

সারাবাংলা/এজেডএস

অমিতাভ বচ্চন দীপিকা পাডুকোন রিশি কাপুর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর