Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মান্ধ ও মাতৃহারা ‘মেঘ’-এর গল্প


১৮ মার্চ ২০২১ ১৮:৩৮

প্রেগন্যান্ট থাকাকালীন প্রচুর হাই প্রেশার থাকায় সন্তান ভুমিষ্ট হওয়ার সময় বাঁচানো যায়নি নুসরাতকে। স্বামী বর্ষণ অনেক কষ্টে সন্তানকে লালন পালন করতে থাকে। শখ করে সন্তানের নাম রাখে মেঘ। মেঘ যখন খানিকটা বড় হয় তখন বর্ষণ বুঝতে পারে যে, মা হারা প্রিয় সন্তান মেঘ চোখে দেখতে পায়না। সে আসলে জন্মান্ধ। বর্ষণ মেঘের দেখা শোনার জন্য বেবি সিটার খুঁজতে থাকে। একজনের মুখে শুনে বর্ষণকে ফোন দেয় তুলি। টিউশনি করে কোন রকমে অসুস্থ্য মাকে নিয়ে দিনাতিপাত করে তুলি। মেঘকে দেখা শোনার চাকরী হয় তুলির। সে তুলিকে মা হিসেবে ভাবতে শুরু করে এবং এক সময় সে বাবাকে বলে তুলিকে বিয়ে করতে। বিয়েও হয়ে যায়। কিন্তু বিপত্তি ঘটে বিয়ের পরদিন থেকেই। সম্পুর্ণ পাল্টে যায় তুলির আচরণ।

বিজ্ঞাপন

এমনই এক গল্পে নির্মিত হলো একক নাটক ‘মেঘ’। লাভলী ইয়াসমীনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মামুন চৌধুরী রিপন। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, জিনাত শানু স্বাগতা, শিল্পী সরকার অপু ও পৌষাল চৌধুরী।

একক নাটক ‘মেঘ’ প্রচারিত হবে শুক্রবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টায় এনটিভিতে।

আজাদ আবুল কালাম একক নাটক ‘মেঘ’ এনটিভি জিনাত শানু স্বাগতা মামুন চৌধুরী রিপন লাভলী ইয়াসমীন শিল্পী সরকার অপু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর