সালমান জানালেন রাধে আসবে কবে
১৮ মার্চ ২০২১ ১৬:০৮ | আপডেট: ১৮ মার্চ ২০২১ ১৭:১৯
অবশেষে সালমান খান জানালেন তার বহুল প্রতীক্ষিত ছবি ‘রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তি পাবে এবারে ঈদে। তিনি নিজে টুইট করে খবরটি জানিয়েছেন।
শুধু ছবিটির মুক্তির তারিখ নয়, সঙ্গে একটি পোস্টারও প্রকাশ করেছেন বলিউডের ‘ভাইজান’। ঈদ উপলক্ষে আগামী ১৩ মে ছবিটি মুক্তি পাবে।
সালমান অভিনীত সুপারহিট ছবি ‘ওয়ান্টেড’-এর একটি জনপ্রিয় সংলাপের আদলে তিনি টুইটে লিখেন, ‘ঈদে আসার প্রতিশ্রুতি দিয়েছিলাম, ঈদেই আসছি। কারণ আমি একবার যা বলি…’
‘রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ পরিচালনা করেছেন প্রভুদেবা। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি। এতে আরও আছেন রনদীপ হুদা, জ্যাকি শ্রফ এবং জরিনা ওহাব।
ছবিটিতে সালমান ও রনদীপকে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। পরিচালক বলছেন, ‘হাই অকটেন অ্যাকশন’ দৃশ্যগুলো সালমান ভক্তরা দারুণ উপভোগ করবেন। যা পরিচালনা করেছেন কোরিয়ান স্ট্যান্ট দল।
ছবিটি গত বছরের ২২ মে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারি শুরু হলে মুক্তি দেওয়া যায়নি।
‘রাধে’ ছাড়াও সালমান অভিনীত অন্তিম, কাবি ঈদ কাবি দিওয়ালিসহ আরও একটি ছবি পাইপলাইনে রয়েছে।
সারাবাংলা/এজেডএস