Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শমী কায়সারের উপস্থাপনায় ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’


১৬ মার্চ ২০২১ ১৮:৩৯

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এই বিশেষ দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের প্রথম শিশু-কিশোরদের অনুষ্ঠানভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘দুরন্ত টেলিভিশন’।

জাইমা তহুরা চৌধুরী, আহনাফ ইথিকা মৌন, তাসনিম আলম ধ্রুব, ঈলিয়াহ রামীন হক বিভোর, জিনাত আহমেদ জেবা, জারিফা তাসনীম অবনী, সিরাতিম মুস্তাকিম দিহান এই দিনে বঙ্গবন্ধুর জন্ম ও শৈশবের গল্প শুনবে অভিনেত্রী শমী কায়সারের কাছে। এই বরেণ্য অভিনেত্রী বাঙালির রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথাও আলোচনা করবেন। গল্পে গল্পে ফুটে উঠবে বঙ্গবন্ধুর শিশু বান্ধব রূপ। আর এসব দেখা যাবে দুরন্ত টেলিভিশনে প্রচারিত ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’ অনুষ্ঠানে।

জামাল হোসেন আবির এবং পার্থ প্রতিম হালদার পরিচালিত জাতীয় শিশু দিবসের বিশেষ অনুষ্ঠানটি প্রচারিত হবে বুধবার (১৭ মার্চ) বিকাল ৫টায়।

জাতীয় শিশু দিবস দুরন্ত টেলিভিশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শমী কায়সার শুভ জন্মদিন বঙ্গবন্ধু