Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনন্ত জলিলের নতুন লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ মার্চ ২০২১ ১৬:২৪

প্রায় সাত বছর যাবত অনন্ত জলিলকে দাঁড়ি গোফের লুকে দেখা গেছে। তবে তার নতুন ছবি ‘নেত্রী- দ্য লিডার’ ছবির জন্য তিনি লুক নিয়েছেন। দাঁড়ি ফেলে দিয়ে এখন শুধু তাকে গোফে দেখা যাবে।

জানা গেছে, ছবিটির শুটিং চলাকালীন এবং মুক্তি পর্যন্ত তিনি এ লুক বজায় রাখবেন। সোমবার (১৫ মার্চ) তিনি তার ফেসবুক আইডিতে এ লুক প্রকাশ করেছেন।

লুক প্রকাশের পর মন্তব্যের ঘরে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ করছেন প্রশংসা করছেন, কেউ সমালোচনা। তবে বলা যায়, অনন্ত অতীতের মত এবারও এসব আমলে না নিয়ে কাজ করে যাবেন।

বাংলাদেশ, ভারত, ইরান ও তুরস্কের শিল্পীরা অভিনয় করবেন ছবিটিতে। এদের মধ্যে বাংলাদেশ থেকে অনন্ত, বর্ষা, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত ও মাহমুদ সাজ্জাদ। রয়েছেন ভারতের প্রদীপ রাওয়াত, কাবির দুহান সিং ও তরুণ আরোরা।

২৭ ফেব্রুয়ারি হয় সিনেমাটির মহরত অনুষ্ঠান। সিলেটের পাশাপাশি সিনেমার ৯৫ শতাংশ শুটিং হবে তুরস্কে।

রাজনৈতিক প্রেক্ষাপটে অ্যাকশনধর্মী সিনেমা নেত্রী- দ্য লিডার। এর মূল চরিত্রে থাকছেন বর্ষা। অনন্ত জলিল অভিনয় করবেন বর্ষার দেহরক্ষী হিসেবে।

সিনেমাটি পরিচালনা করছেন তিন জন। তারা হলেন- ভারতের উপেন্দ্র মাধব, বাংলাদেশের অনন্ত জলিল ও তুরস্কের একজন।

সারাবাংলা/এজেডএস

অনন্ত জলিল নতুন লুক

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

আরো

সম্পর্কিত খবর