Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোশাররফ করিমের নতুন ধারাবাহিক ‘প্রিয়জন’


১৪ মার্চ ২০২১ ১২:৪৬

১৫ মার্চ থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘প্রিয়জন’। প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে নাটকটি। মামুন অর রশিদের রচনা ও শামীম জামানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশারফ করিম, আ.খ.ম হাসান, সালহা খানম নাদিয়া, শামীম জামান, জয়রাজ, জামিল হোসেন, তারিক স্বপন, হিমি, রোবেনা রেজা জুঁই, চিত্রলেখা গুহ, শিল্পী সরকার অপু, সাবেরী আলম, মাছুম বাশার, সঞ্চিতা দত্ত, তারিক আনাম খান প্রমুখ।

বিজ্ঞাপন

ধারবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, “নতুন এ ধারাবাহিকটির গল্প এক কথায় চমৎকার। একই বাড়িতে, পাড়ায়, মহল্লায়, আমরা যারা একসঙ্গে পাশাপাশি বসবাস করি, তাদের আনন্দ-বেদনার কাব্যই হচ্ছে ‘প্রিয়জন’। নাটকটি দর্শকদের মন জয় করবে বলে আমার বিশ্বাস।”

শামীম জামান বলেন, “এর আগে মোশাররফ করিমকে নিয়ে অনেকগুলো ধারবাহিক নির্মাণ করেছি। সবগুলোই দর্শকপ্রিয়তা পেয়েছিল। গল্পের ভিন্নতার কারণে ‘প্রিয়জন’ ধারাবাহিকটি নিয়েও আমি খুব আশাবাদী।”

আ খ ম হাসান জয়রাজ জামিল হোসেন ধারাবাহিক নাটক নতুন ধারাবাহিক ‘প্রিয়জন’ মামুন অর রশিদ মোশাররফ করিম শামীম জামান সালহা খানম নাদিয়া