Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীরবের সঙ্গে স্পর্শিয়ার শেষ দেখা!

আহমেদ জামান শিমুল
১২ মার্চ ২০২১ ১৮:৪৫

স্পর্শিয়ার সঙ্গে নীরবের বিয়ের কথা চলছে। ভালোবাসার মানুষকে দীর্ঘ অপেক্ষার পর আপন করে পাবেন। নিয়ে নানা স্বপ্ন, নানা কল্পনা-জল্পনা। ভাবনার জগতে সুখের সংসার সাজান স্পর্শিয়া। কিন্তু মানুষের সব আশা কি পূরণ হয়? হয়তো হয়, হয়তো না।

স্বপ্ন থেকে যখন বাস্তব জাগতে আসেন স্পর্শিয়া তখন জানতে পারেন নীরব যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ প্রস্তুতি দেশমাতৃকাকে স্বাধীন করার, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার। তাই তিনি বিদায় নিতে এসেছেন প্রেমিকার কাছ থেকে।

বিজ্ঞাপন

দুজনেই আশায় বুক বেঁধে ছিলেন মুক্তিযুদ্ধ শেষে তাদের আবার দেখা হবে। বিয়ে হবে, সংসার হবে। ভাগ্যের নির্মমতায় তাদের সে স্বপ্ন অধরাই থেকে যায়। সে দেখা হয় তাদের শেষ দেখা।

নীরব-স্পর্শিয়ার পুরো গল্পটি ‘ফিরে দেখা’ ছবির একটি দৃশ্যের। সে দৃশ্যের একটি সাদাকালো ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন নীরব।

চিত্রনায়িকা রোজিনা পরিচালিত ছবিতে তিনি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন। তার চরিত্রের নাম আমিন এবং স্পর্শিয়ার নাসিমা।

ছবিতে নিরব-স্পর্শিয়ার পাশাপাশি রোজিনা ও ইলিয়াস কাঞ্চন অভিনয় করছেন। গত ২ মার্চ রাজবাড়িতে ‘ফিরে দেখা’র শুটিং শুরু হয়েছে। চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত।

‘ফিরে দেখা’ ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে।

সারাবাংলা/এজেডএস

নীরব ফিরে দেখা স্পর্শিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর