Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরানো প্রেম ফিরে আসার গল্প ‘ক্যারিয়ার’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ মার্চ ২০২১ ১৬:২৭

সাদিয়া জাহান তন্বী। সময়ের আলোচিত তারকা অভিনেত্রী। কক্সবাজারে ঘুরতে এসে রিসোর্টের ওয়েটারকে দেখে হতবাক হয়ে যায়। তারা কি পূর্ব পরিচিত নাকি অন্য কোন সম্পর্ক  ছিল তাদের?

 ক্রমান্বয়ে জট খোলে গল্পের। জানা যায়, একসময় তাদেরও ভীষণ প্রেমের দিন ছিল। তবে সেই প্রেম বিয়ে পর্যন্ত গড়াতে পারেনি লেনিনের কোন ক্যারিয়ার না থাকায়। এতোদিন পর দেখা হয়ে যাওয়ায় পুরনো সেই সব মুগ্ধতার দিনে ফিরে যায় তারা। কি ভীষণ মুগ্ধতা ছিল একের প্রতি অন্যের! অথচ এখন তাদের পথ দুই দিকে বেঁকে গেছে হেমন্তের সেই বিখ্যাত গানের মতই। তবে তারা দিনে দিনে আগের দিনের মতোই ভালোবাসার গন্ধ পেতে উন্মাতাল হয়ে উঠে! তখনই গল্পে আসে অন্য এক যুবক।

বিজ্ঞাপন

এমন গল্পে সরদার রোকন নির্মাণ করেছেন ‘ক্যারিয়ার’। আব্দুন নূর সজলের গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য ও রচনা পরিচালকের। এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সাদিয়া জাহান প্রভা, এস এন জনি, সায়মা, শাহেদ খন্দকার।

এনটিভিতে শুক্রবার (১২ মার্চ) রাত ৯ টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘ক্যারিয়ার’।

সারাবাংলা/এজেডএস

আব্দুন নূর সজল এস এন জনি ক্যারিয়ার শাহেদ খন্দকার সাদিয়া জাহান প্রভা সায়মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর