দীঘির অভিষেক সিনেমা ২৫ হলে
১২ মার্চ ২০২১ ১৪:৪৪ | আপডেট: ১২ মার্চ ২০২১ ১৫:০৭
‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী দীঘির নায়িকা হিসেবে প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। নানাভাবে বিতর্কিত ছবিটি ২৫টি সিনেমা হলে চলছে। ছবির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া হলগুলোর নাম জানিয়েছে সারাবাংলাকে।
যে সকল হলে ‘তুমি আছো তুমি নেই’— আনন্দ (ঢাকা), চিত্রামহল (ঢাকা), নিউ গুলশান (জিনজিরা), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), সেনা (ঢাকা), গীত (ঢাকা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), চাঁদমহল (কাঁচপুর), সেনা অডিটোরিয়াম (সাভার), চন্দ্রিমা (শ্রীপুর), শ্যামলী (ঢাকা), পূরবী (ময়মনসিংহ), নন্দিতা (সিলেট), মালঞ্চ (টাঙ্গাইল), রাজিয়া (নাগরপুর), মাধবী (মধুপুর), শাপলা (রংপুর), মডার্ন (দিনাজপুর), সঙ্গীতা (খুলনা), অভিরুচি (বরিশাল), বর্ষা (জয়দেবপুর), তিতাস (পটুয়াখালী), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), বনলতা (ফরিদপুর)।
দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ছবিটিতে দিঘীর বিপরীতে অভিনয় করেছেন আসিফ ইমরোজ। প্রযোজনা করেছেন সিমি ইসলাম কলি।
সারাবাংলা/এজেডএস