Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্কারের মনোনয়ন ঘোষণা করবেন প্রিয়াঙ্কা-নিক

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ মার্চ ২০২১ ১৩:৩৪ | আপডেট: ১১ মার্চ ২০২১ ১৭:০৮

বলিউড আবারও ইতিহাস গড়তে যাচ্ছে। অস্কার জিততে না পারলে আসরটির নমিনেশন ঘোষণার দায়িত্ব পেয়েছেন প্রিয়াঙ্কা-নিক দম্পতি। আগামী ১৫ মার্চ অস্কারের ৯৩তম আসরের মনোয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করবেন তারা।

অস্কার কমিটি এক টুইটার বার্তায় খবরটি জানিয়েছে। প্রিয়াঙ্কা ও নিক মোট ২৩টি ক্যাটাগরিতে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করবেন। পুরো ঘোষণাটি লাইভ সম্প্রচার করা হবে অস্কারের নিজস্ব ওয়েব সাইট থেকে। একই সঙ্গে ফেসবুক, টুইটার ও ইউটিউবে সম্প্রচার হবে।  এছাড়া এবিসি টিভিতেও দেখা যাবে।

বিজ্ঞাপন

প্রিয়াঙ্কাও তার ইনস্টাগ্রাম আইডিতে খবরটি জানিয়েছেন একটি ভিডিও বার্তার মাধ্যমে। ভিডিওতে তার সঙ্গে ছিলেন নিক। তার এ মুহুর্তের টিকটক ও ইনস্টাগ্রাম ট্রেন্ড অনুযায়ী মজা করে বলেন, ‘আমাকে বলুন আমরা অস্কার মনোনয়ন ঘোষণা করছি, এটা না জানিয়ে আমাকে বলুন আমরা অস্কার মনোনয়ন ঘোষণা করছি’।

ভিডিওতে নিকও মজা করে বলেন, তুমি কিন্তু বলে দিয়েছো আমরা অস্কার মনোনয়ন ঘোষণা দিচ্ছি।

সাধারণ অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় প্রতি বছর ফেব্রুয়ারিতে। কিন্তু এ বছর করোনার কারণে একটু দেরিতে আগামী ২৫ এপ্রিলে অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এজেডএস

নিক প্রিয়াঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর