কোহলির মুখে লোপ্পা ক্যাচের হাসি, বিয়ে সম্পন্ন
১১ ডিসেম্বর ২০১৭ ২২:১৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৭ ১২:১০
বিনোদন ডেস্ক
ঘটেই গেলো। বিয়ে সম্পন্ন। এবার ওরা দম্পতি। আনুশকা শর্মা ও বিরাট কোহলি। হিন্দুস্তান টাইমস কেবল পাক্কা খবরই দেয়নি। ছেপে দিয়েছে বিয়ের ছবিও। তাতে কনের সাজে আনুশকা যখন মালা পড়াতে যাচ্ছিলেন তখন মাথা সামান্য সরিয়ে নিয়ে কোহলির সেকি হাসি।
ক্রিকেট ম্যাচে লোপ্পা ক্যাচ ধরেও এভাবেই হাসতে দেখা যায় কোহলিকে। কিংবা বিশাল ছক্কা হাকার পর যে হাসি।
অন্য ছবিতে অবশ্য সামান্য লজ্জাবনত দেখা গেছে তাকে। শত হোক বিয়ের বর বলে কথা। তবে আনুশকার মুখে নেই লজ্জার ভাব। জীবনে কত যে বিয়ের সাজে সাজতে হয়েছে তাকে। এই আর এমন কি?
বৃহস্পতিবার থেকে শুরু হয় এই জুটির বিয়ের গুঞ্জন। রোববার সকালে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। শুভ সংবাদ জানান আনুশকা নিজেই টুইট করে। ‘আজ আমরা একে অপরের সঙ্গে ভালবাসা প্রতিজ্ঞা করেছি। কথা দিয়েছি, একে অপরের সাথে থাকার। আপনাদের সাথে এই কথাগুলো ভাগাভাগি করতে পেরে খুব ভালো লাগছে।’
ইতালির তোসকানা ভ্যালিতে হয়েছে বিয়ে। কাছের বন্ধুরা ছাড়াও উপস্থিত ছিলেন শাহরুখ খান, আমির খান, শচীন টেন্ডুলকার, যুবরাজ সিং। শিগগির মুম্বাইতে হবে রিসেপশান।
সারাবাংলা/এমএম