Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমি নারী, অর্ধেক আকাশ’, মিমির কলমে মেয়েদের মনের কথা


৯ মার্চ ২০২১ ১৯:১৯

একাধারে তিনি অভিনেত্রী, সাংসদ আবার গায়িকা। আর এবার তিনি লেখিকার ভূমিকাতেও। আন্তর্জাতিক নারীদিবসে কবিতা লিখলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

নারীদিবসে নিজের লেখা কবিতা প্রকাশ করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কবিতাটি পাঠ করেছেন পশ্চিমবাংলার জনপ্রিয় বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়। মিমির কলমে কবিতায় ফুটে উঠেছে নারী স্বাধীনতার কথা। তিনি লিখছেন, ‘আমাকে তোমরা উড়তে বলেছ বারবার/ বলেছ সমস্ত সীমা পার করে এগিয়ে যেতে/ বলেছ ঢেউয়ের মতো, বাতাসের মতো অবাধ হতে/ অথচ কবে থেকেই আমি স্বাধীন, কেবল তোমাদেরই চোখে পড়েনি।’

বিজ্ঞাপন

শুধু নারীদের সাফল্যের কথা নয়, মিমির কবিতায় উঠে এসেছে মেয়েদের অভিমানের কথা, লড়াইয়ের কথা, অবশেষে জয়ী হওয়ার কথা। লেখার শেষে মিমির উক্তি, ‘আমি নারী, অর্ধেক আকাশ/সবটুকু পারি, পেরে যাব/শুধু বলো, তোমরা কি সঙ্গী হবে, এই সফরের?’

সামনেই নির্বাচন। ভোটের আগে প্রচারে ব্যস্ত তৃণমূলের এই তারকা সাংসদ। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়ও উপস্থিত থাকতে দেখা গিয়েছিল মিমিকে। সঙ্গে ছিলেন অপর তারকা সাংসদ নুসরত জাহানও।

এদিকে কেবল রাজনীতি নয়, মিমি ব্যস্ত তার পোষ্যের স্বাস্থ্যের কারণেও। তার সন্তানসম পোষ্য কুকুর চিকু ক্যানসারে আক্রান্ত। সেই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাতেইতাঁর ওয়াল ভরেছিল প্রার্থনায়, সাহায্যে। সাধারণ মানুষ থেকে শুরু করে টলিপাড়ার তারকারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।

এছাড়াও নিজের সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট করেন মিমি। মাথায় মুকুট, গোলাপি পোশাকে তাকে দেখা গেল রাজকুমারীর বেশে। ক্যাপশানে মিমি লিখলেন, ‘নিজেই নিজেই জীবনের রানি হয়ে ওঠো। অন্যকে নিজের জীবনের সিদ্ধান্ত নিতে দিও না। নিজেই নিজের বস হও।’

বিজ্ঞাপন

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর