Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকায় দেশী স্বাদ দেবেন ‘দেশী গার্ল’


৯ মার্চ ২০২১ ১৬:৫৮ | আপডেট: ৯ মার্চ ২০২১ ১৮:০৭

যুক্তরাষ্ট্রে ভারতের দেশী খাবারের স্বাদ ছড়িয়ে দিতে উদ্যোগ নিলেন ‘দেশী গার্ল’ খ্যাত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিউ ইয়র্কে ‘সোনা’ নামে একটি রেস্তোরাঁ খুলতে চলেছেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে এমন প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি। ভারতীয় রেস্তোরাঁ খোলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি লেখেন, ‘সেই খাবার যার স্বাদ চেখে বড় হয়েছি’। তিনি লিখেছেন, ‘আপনাদের সোনা উপহার দিতে পেরে আমি খুব উত্তেজিত। নিউ ইয়র্ক সিটিতে নতুন রেস্তোরাঁ যেখানে ভারতীয় খাবার পাবেন। এই রেস্তোরাঁর শেফ হরি নায়েক। অসাধারণ প্রতিভা। আপনাদের সামনে যে নতুন জিভে জল আনা মেনু পরিবেশন করবে। বিদেশে বসে স্বাদ নিতে পারবেন দেশীয় খাবারের।’

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গিয়েছে, চলতি বছরের শেষে এই রেস্তোরাঁ খাদ্যরসিকদের জন্য খুলে যাবে। জানা গিয়েছে এই রেস্তোরাঁর অন্যতম কর্ণধার মনীশ গোয়েল। একই ছবি শেয়ার করেছেন নিকের বাবাও। প্রিয়াঙ্কার উদ্দেশে তার প্রশ্ন, ‘আমরা কবে খেতে যাব?’ প্রিয়াঙ্কার জবাব, ‘এটা আপনারই, সিনিয়র। যে কোনও সময়।’

প্রিয়াঙ্কা চোপড়া রেস্তোরাঁ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর