Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমি এতটাই গায়ে পড়া যে শুয়ে শুয়েই সমস্ত কাজ করে যাচ্ছি’


৯ মার্চ ২০২১ ১৫:১১

২১ শতকে ক্যামেরার পিছনে মেয়েদের অবস্থান নিয়েই বা কেন প্রশ্ন উঠবে? নারী দিবসে এই প্রশ্ন রেখেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের চিত্রনাট্যকার, প্রযোজক সাহানা দত্ত। এই প্রজন্মের কাছে। সঙ্গে সঙ্গে তার কথা লুফে নিলেন তারকা স্বস্তিকা মুখোপাধ্যায়। জানালেন, শুধু ক্যামেরার পিছনে কাজ নয়, পানশালায় কোনও মেয়ে এক জন পুরুষকে ড্রিঙ্ক অফার করলে ‘গায়ে পড়া মহিলা’র তকমা সেঁটে যায় তার গায়ে। তখনই উদাহরণ হিসাবে তুলে ধরেন নিজের কথা।

বিজ্ঞাপন

হাসতে হাসতে তার ব্যঙ্গ, ‘আমি এতটাই গায়ে পড়া যে শুয়ে শুয়েই সমস্ত কাজ করে যাচ্ছি!’ স্বস্তিকার কথার ভঙ্গিতে হেসে ফেলেছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় এবং চিত্রনাট্যকার স্বয়ং। সাহানা সদ্য নিজের প্রযোজনা সংস্থা চালু করেছেন। ২৬ মার্চ হইচই ওয়েব প্ল্যাটফর্মে দর্শকদের উপহার দিচ্ছেন থ্রিলার সিরিজ ‘মোহমায়া’। যার ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়। সিরিজের প্রচার উপলক্ষে লাইভ হয়েছিলেন ৩ জন। তখনই মুখ খুললেন স্বস্তিকা।

বিজ্ঞাপন

স্বস্তিকা মুখোপাধ্যায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর