Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্দায় ফিরছে সুশান্ত ও অঙ্কিতার প্রেম?


৮ মার্চ ২০২১ ১৩:১৪

পর্দায় ফিরছে সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডের প্রেম! খবর ছড়াতেই ভক্তদের মাঝে রোমাঞ্চ। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের দ্বিতীয় সিজন আসছে ওটিটি প্ল্যাটফর্মে! তেমনটাই শোনা যাচ্ছে।

এক কালে যে ধারাবাহিকগুলো টেলিভিশনের দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে, সে রকম কিছু ধারাবাহিকের দ্বিতীয় সিজন মুক্তি পাচ্ছে এই ধরনের ডিজিটাল মাধ্যমে। সে তালিকায় রয়েছে করন সিং গ্রোভার ও সুরভী জ্যোতি অভিনীত ‘কবুল হ্যায়’, রবি দুবে ও নিয়া শর্মার ‘জামাই রাজা’ ইত্যাদি ধারাবাহিক।

বিজ্ঞাপন

তবে এ সবের মধ্যে সবচেয়ে বেশি চর্চা সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘পবিত্র রিশতা’ নিয়ে। এই ধারাবাহিকে অভিনয় করেই প্রথম সাফল্যের মুখ দেখেছিলেন অভিনেতা। এখানেই প্রথম অঙ্কিতা লোখান্ডের সঙ্গে আলাপ সুশান্তের। তার পরের অধ্যায় তো সকলেরই জানা। দীর্ঘ ৬ বছরের প্রেম। একতা কপূর প্রযোজিত এই ধারাবাহিকটি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত চলেছিল। টেলি-দুনিয়ায় অন্যতম প্রিয় জুটি ছিল মানব ও অর্চনা।

সুশান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘পবিত্র রিশতা’-কে ফের ওটিটি-তে নিয়ে আসা হবে। এখন প্রশ্ন, মানব ও অর্চনার চরিত্রে কারা অভিনয় করবেন? যদিও ‘বালাজী টেলিফিল্মস’ ও ওটিটি প্ল্যাটফর্ম ‘জি-ফাইভ’ এখনও সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বলেই খবর। প্রাথমিক পর্যায়ের কথাবার্তা চলছে এখন।

অঙ্কিতা লোখণ্ডে পবিত্র রিশতা সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর