Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবাদী কর্মকর্তার চরিত্রে শাকিব খান

আহমেদ জামান শিমুল
৭ মার্চ ২০২১ ১৬:০৭ | আপডেট: ৭ মার্চ ২০২১ ২৩:২২

বাংলা চলচ্চিত্রের বরপুত্র শাকিব খান। বহু চরিত্রেই অভিনয় করেছেন ক্যারিয়ারে।এবার করতে যাচ্ছেন একজন সরকারী কর্মকর্তার ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। জানা গেছে, তপু খান পরিচালিত ‘লিডার, আমিই বাংলাদেশ’ শিরোনামের ছবিতে শাকিব খানকে এ ধরনের চরিত্রে দেখা যাবে। সারাবাংলাকে ছবি সংশ্লিষ্ট একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, শাকিব খান পড়াশোনা শেষ করে কর্মকর্তা হিসেবে একটি সরকারি অফিসে যোগদান করেন। সেখানে কাজ করতে গিয়ে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েন। যা নিয়ে ছবির কাহিনি সামনে এগোয়।

বিজ্ঞাপন

‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বুবলী। ছবিটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। আগামী ২০ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু করার কথা রয়েছে।

শাকিব বর্তমানে শুটিং করছেন ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’র। পাবনায় ছবিটির শুটিং চলছে।

সারাবাংলা/এজেডএস

রাজউক লিডার আমিই বাংলাদেশ শাকিব খান

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর