Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঢাকা ড্রিম’ পেলো সেন্সর ছাড়পত্র

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ মার্চ ২০২১ ১৮:৩৫ | আপডেট: ৪ মার্চ ২০২১ ১৮:৩৮

‘সুতপার ঠিকানা’খ্যাত পরিচালক প্রসূন রহমান পরিচালনা করেছেন ‘ঢাকা ড্রিম’। ছবিটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

পরিচালক জানান, গত ২২ ফেব্রুয়ারি ছবিটির সেন্সর শো অনুষ্ঠিত হয়। এরপর বোর্ড সদস্যরা ছবিটিকে সেন্সর ছাড়পত্র দিতে সম্মত হন। খুব শিগগিরই এর মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

‘ঢাকা ড্রিম’র গল্পে রয়েছে যৌনকর্মী, ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, অন্ধ ভিক্ষুক,  স্বামী পরিত্যক্তা নারী, খুনি, রিকশাচালক, নরসুন্দর, রিয়েলিটি শোর প্রতিযোগী এবং নদীভাঙনে গৃহহারা পরিবারের ছায়া। যারা প্রত্যেকেই দেখছে গ্রাম থেকে জাদুর শহর ঢাকায় আসার স্বপ্ন- যার যার অবস্থান থেকে।

ছবিটিতে আয়নাল ফকির নামের রহস্যময় এক অন্ধ ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। এ ছাড়া জীবিকার সন্ধানে এবং নানামুখী স্বপ্ন পূরণে ঢাকায় আসার জন্য পথে নামা আরও কয়েকজন প্রান্তিক মানুষের চরিত্রে অভিনয় করছেন নওশাবা, শাহাদাত হোসেন, মুনিরা মিঠু, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, ফজলুল হক, জয়নাল জ্যাক, মনোজ প্রামাণিক, আবদুল্লাহ রানা, হিন্দোল রায়, অশোক ব্যাপারী, জয়িতা মহলানবিশ, কাজী শিলা, শারমিন আঁখি, খোরশেদ আলম, হামিদুর রহমান, স্পর্শা, জামাল রাজাসহ আরও অনেকে।

সারাবাংলা/এজেডএস

ঢাকা ড্রিম প্রসূন রহমান ফজলুর রহমান বাবু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর