মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল
৪ মার্চ ২০২১ ১২:১৬ | আপডেট: ৪ মার্চ ২০২১ ১২:৫১
মা হতে চলেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবর জানিয়েছেন শিল্পী নিজেই। হালকা-সবুজ ও নীল ঘরোয়া পোশাকে নিজের একটি ছবি পোস্ট করে নিজের মা হতে যাওয়ার খবর জানিয়ে শ্রেয়া ঘোষাল লিখলেন, ‘শ্রেয়াদিত্য আমাদের মধ্যে আসার পথে’। ছবিতে দেখা যাচ্ছে সযত্নে ‘বেবি বাম্প’ আগলে রেখেছেন তিনি।
Baby #Shreyaditya is on its way!@shiladitya and me are thrilled to share this news with you all. Need all your love and blessings as we prepare ourselves for this new chapter in our lives. pic.twitter.com/oZ6c6fnR6Z
— Shreya Ghoshal (@shreyaghoshal) March 4, 2021
স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে ট্যাগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই পোস্টে শ্রেয়া ঘোষাল আরও লিখলেন, ‘আমি ও শিলাদিত্য আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমাদের প্রয়োজন’।
মাত্র ৪ বছর বয়স থেকেই সঙ্গীতের তালিম নেওয়া শুরু হয় পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার বহরমপুরের মেয়ে শ্রেয়া ঘোষাল। ষোল বছর বয়সে তিনি একটি রিয়্যালিটি সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন এবং বিজয়ী হন। এই অনুষ্ঠান থেকেই শ্রেয়া সর্বভারতীয় সঙ্গীতের মানচিত্রে চলে আসেন। এর পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে।
বছর পাঁচেক আগে ছোটবলের বন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া। ৪ বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও একাধিক স্বীকৃতি রয়েছে শ্রেয়ার মুকুটে। বৃহস্পতিবার শ্রেয়া ঘোষালের দেওয়া এই খবরে তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তার ভক্ত ও অনুরাগীরা ।