Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবি ও কবিতার গল্প ‘কবিতার কর্মশালা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩ মার্চ ২০২১ ১৭:২৪

রূপক ও আনাহিতা একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। রূপক বিভিন্ন অজুহাতে দেখা করে আনাহিতার সাথে। ফেসবুকে বন্ধুত্ব হয়, কথা হয়। আনাহিতা কবিতা পছন্দ করে। কবিতা তার কাছে জীবনের অনুরূপ। রূপকভাবে আনাহিতার যেহেতু কবিতা বা কবি সঙ্গ পছন্দ সেক্ষেত্রে আনাহিতা কোনো কবি ছেলেকেই পছন্দ করবে, তাইতো রূপক নগরকবি রিফাত চৌধুরীর কাছে গিয়ে কিভাবে কবি হওয়া যায় সেই বুদ্ধি নেয়।

একরাতে কবিতা লিখার ঘোরে আনাহিতা এসে তাকে জানান দিয়ে যায় এইতো তার কবিতা, আবার হাওয়ায় মিলিয়ে যায়। সেই রাতেই একটা কবিতা লিখে ফেলে রূপক। মাঝে অনেকদিন দেখা হয়নি রূপকের আনাহিতার সাথে। আজ আনাহিতাকে তার কবিতার কথা বলতেই হবে। ততদিনে আনাহিতা আবির নামের এক ছেলেকে বিয়ে করে ফেলেছে। কবিতা লিখা পৃষ্ঠাটা আকাশে ছুড়ে মারে রূপক।

বিজ্ঞাপন

এমনই গল্পে রওনক রিপন বানিয়েছেন একক নাটক ‘কবিতার কর্মশালা’। কাহিনি ও চিত্রনাট্যও পরিচালকের। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, রিফাত চৌধুরী, সেলিম আহমেদ, নিকুল কুমার মন্ডল।

শুক্রবার (৫ মার্চ) রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে আজ প্রচার হবে ‘কবিতার কর্মশালা’।

সারাবাংলা/এজেডএস

কবি ও কবিতা কবিতার কর্মশালা

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর