Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে দুই ছবি দিয়ে অভিষেক দীঘির

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ মার্চ ২০২১ ১৬:৫৭

শিশুশিল্পী হিসেবে তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী দীঘি নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিনয় করেছেন, এ খবর সবার জানা। তবে মজার ব্যাপার হচ্ছে সবশেষ বুবলির পর তার অভিষেকে দুটি ছবি মুক্তি পাচ্ছে— ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’। দুটি ছবিই মুক্তি পাচ্ছে আগামী ১২ মার্চ।

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’-এর প্রযোজক শাপলা মিডিয়া। ছবিটির উপদেষ্টা পরিচালক শামীম আহমেদ রনি। এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন শান্ত খান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতা হয়ে উঠা নিয়ে ছবির কাহিনি। এতে বঙ্গমাতা রেণুর চরিত্রে অভিনয় করেছেন দীঘি।

বিজ্ঞাপন

অন্যদিকে ‘তুমি আছো তুমি নেই’ পরিচালনা করেছেন বর্ষীয়ান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আসিফ ইমরোজ। এটি সম্পূর্ণ রোমান্টিক একটি গল্প।

এক দিনে ২ ছবি মুক্তি প্রসঙ্গে দীঘি বলেন, ‘খুব টেনশনে আছি। জানি না দর্শক কীভাবে গ্রহণ করবেন আমাকে। তবে প্রত্যাশা করছি ভালো কিছুর। কারণ, দুটি ছবি দুই ঘরানার। একটি ইতিহাস সমৃদ্ধ অন্যটি নিখাদ প্রেমের। ফলে সব ধরণের দর্শকই আমরা পাবো আশা করছি।’

দীঘি সম্প্রতি বঙ্গবন্ধুর বায়োপিক ‘বঙ্গবন্ধু’ তে অভিনয় করেছেন।

সারাবাংলা/এজেডএস

টুঙ্গিপাড়ার মিয়া ভাই তুমি আছো তুমি নেই দীঘি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর