বিনা কর্তনে সেন্সর পেলো ‘চন্দ্রাবতী কথা’
১ মার্চ ২০২১ ১৬:২৫ | আপডেট: ১ মার্চ ২০২১ ১৬:৪৪
মৈমনসিংহ গীতিকা অবলম্বনে এন রাশেদ চৌধুরী নির্মাণ করেছেন ‘চন্দ্রাবতী কথা’। ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং প্রশংসিত হয়েছে। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে সেন্সর বোর্ডে জমা পড়লে ছাড়পত্র পেয়েছে এক বছর পর এ বছরের ২৮ ফেব্রুয়ারি।
পরিচালক এন রাশেদ চৌধুরী জানান, সেন্সর বোর্ড ছবিটিকে বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছে। খুব শিগগিরই ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী কবি চন্দ্রাবতী’র লেখক হয়ে ওঠার বেদনা-বিধুর জীবন কাহিনি অবলম্বনে নির্মিত ‘চন্দ্রাবতী কথা’। মৈমনসিংহ গীতিকার গল্প অবলম্বনে তৈরি এই ছবির নির্মাণ শুরু হয় ২০১৫ সালের শেষ দিকে। আর শুটিং সম্পন্ন হয় ২০১৯ সালে।
সরকারি অনুদানপ্রাপ্ত ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েশনস-এর যৌথ প্রযোজনায় ‘চন্দ্রাবতী কথা’ তৈরি। এতে অভিনয় করেছেন দোয়েল, জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, নওশাবা আহমেদ, ইমতিয়াজ বর্ষণ, জয়িতা মহলানবিশ প্রমুখ।
সারাবাংলা/এজেডএস
আরমান পারভেজ মুরাদ ইমতিয়াজ বর্ষণ এন রাশেদ চৌধুরী গাজী রাকায়েত চন্দ্রাবতী কথা জয়ন্ত চট্টোপাধ্যায় জয়িতা মহলানবিশ দোয়েল নওশাবা আহমেদ মিতা রহমান