Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্ফুলিঙ্গ’-এ অভিনয় করলেন সঙ্গীতশিল্পী পিন্টু ঘোষ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১৯

সঙ্গীতশিল্পী বেশ কিছু চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। তার পরিচালিত ছবির গানগুলো শ্রোতা ও বোদ্ধা মহলে প্রশংসিত হয়েছে।  এর আগে নাটকে অভিনয় করলেও চলচ্চিত্র অভিনয় করেননি তিনি। তবে তৌকির আহমেদের ‘স্ফুলিঙ্গ’-এ অভিনয় করেছেন।  তার চরিত্রের নাম রাজ।

পিন্টু বলেন, ‘আমি মূলত মিউজিকটাই করার চেষ্টা করি। অভিনয়ের বিষয়টি একেবারেই বিচ্ছিন্ন ঘটনা। এটা ঠিক, এ পর্যন্ত যে কটি নাটক করেছি অসম্ভব গুণী নির্মাতাদের সঙ্গ পেয়েছি। আর তৌকীর ভাইয়ের সঙ্গে শেষের কাজটা তো নিজের বলেই দাবি করছি। কাজটির জন্য খুব অল্প সময় পেয়েছি। তবে প্রজেক্টটির সঙ্গে মিশে গেছি সবাই। পুরো টিম মিলে অভিনয়-মিউজিকের কাজটি করেছি। অসাধারণ অভিজ্ঞতা।’

বিজ্ঞাপন

‘স্ফুলিঙ্গ’র সংগীত পরিচালক হিসেবেও কাজ করছেন পিন্টু ঘোষ। এতে তারসঙ্গে আছেন রোকন ইমন। দুজনে মিলে নির্মাতার সমর্থন নিয়ে সিনেমার জন্য নতুনকরে বেঁধেছেন জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ গানটি। থাকছে প্রেম, বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়েও গান।

সারাবাংলা/এজেডএস

পিন্টু ঘোষ স্ফুলিঙ্গ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর