Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যার সঙ্গে অবকাশে সারাহ আলী খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭:২০

বলিউড তারকা সারাহ আলী খান বর্তমানে অবকাশ কাটাচ্ছেন রাজস্থানে। নিজের সোশ্যাল মিডিয়াতে অবকাশের অনেকগুলো ছবি শেয়ার করেছেন। প্রথম কদিন সবার খুব আগ্রহ ছিল কার সঙ্গে অবকাশে তিনি। তবে সম্প্রতি আজমির শরিফের একটি ছবি পোস্ট করার পর প্রশ্নের উত্তর অনেকটাই পরিষ্কার হয়েছে।

ছবির বিশেষ মানুষটি হচ্ছেন সারাহ আলী খানের মা অমৃতা সিং। তার সঙ্গেই রাজস্থানের একাধিক জায়গায় ঘুরছেন। তারা দুজন আজমির শরীফের দরগায় অপূর্ব পোশাকে গিয়েছেন। তবে করোনা পরিস্থিতির কারণে দুজন মুখে মাস্ক ব্যবহার করেছে।

বিজ্ঞাপন

নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তিনটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। যার একটিতে সারা ও অমৃতার পাশে স্বপ্না সিংকেও দেখা যায়। এখানেই শেষ নয়, মায়ের সঙ্গে ছুটি কাটানোর মুহূর্তে অভিনেত্রী ডায়েটও করছেন না বলে জানা গিয়েছে। আজমির শরিফে গিয়ে লাস্যিতে মজেছেন তিনি। ছবি দিয়েছেন ইনস্টা স্টোরিতেও। লিখেছেন, নো ডায়েট। এ দিকে, বর্তমানে সারা আনন্দ এল রাই এর আতরঙ্গিরে  সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত। এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে ধনুষ ও অক্ষয় কুমারকে। এটাই প্রথম একসঙ্গে এই তিনজনের কাজ।

সারাবাংলা/এজেডএস

অবকাশ যাপন সারাহ আলী খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর