Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিভি প্রিমিয়ার হবে ‘বীর’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৭:০৫

গত বছর মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ও প্রযোজিত ছবি ‘বীর’। এটি কাজী হায়াতের পঞ্চাশতম পরিচালনা। ছবিটি দীপ্ত টিভিতে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে। তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি।

ছবিটি নিয়ে পরিচালক কাজী হায়াৎ গত বছর বলেছিলেন, “আমার পরিচালনা জীবনের ৫০তম ছবি, স্বপ্নের প্রজেক্ট হলো ‘বীর’। দীর্ঘসময় নিয়ে ছবিটির গল্প ও সংলাপ লিখেছি। গবেষণা করে কাজটি করেছি। দর্শকের কাছেও যাতে ছবিটি বিশেষ হয়ে থাকে, সেভাবেই কাজটি করছি। আমার দীর্ঘ সিনেমা জীবনের গুরুত্বপূর্ণ একটা সিনেমা হবে এটি।”

বিজ্ঞাপন

‘বীর’ ছবিতে শাকিবের বিপরীতে ছিলেন শবনম বুবলি। আর ভিলেন হিসেবে দেখা মেলে মিশা সওদাগরের।

ব্যবসায়িক বিচারে শাকিবের অন্য হিট ছবির সঙ্গে তুল্য না হলেও করোনার মন্দা বছর হিসেবে বক্স অফিস থেকে সবচেয়ে বেশি টাকা তুলে আনে ‘বীর’।

এ দিকে চলতি মাসে ‘লিডার আমিই বাংলাদেশ’ ও ‘অন্তরাত্মা’ নামের দুই ছবিতে অভিনয়ের ঘোষণা দিয়েছেন শাকিব। মাঝে শাপলা মিডিয়ার সঙ্গে নতুন ছবির কথা শোনা গেলেও কাজী হায়াৎ আপাতত বিরতিতেই আছেন।

সারাবাংলা/এজেডএস

বীর বুবলি শাকিব খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর