Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশংসিত মন অবরোধ (ভিডিও)

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৩৬

ভ্যালেন্টাইনের আগে পরে টেলিভিশনে প্রচারিত নাটকগুলোই মাতিয়ে রেখেছে ইউটিউব। এর মধ্যে গল্প আর নির্মাণশৈলিতে প্রশংসিত হয়েছে মুহতাসিম তকী নির্মিত নাটক ‘মন অবরোধ’।

আরেক আলোচিত নির্মাতা ভিকি জাহেদ এর গল্পে নাটকটির স্ক্রিপ্ট করেছেন রাজীব নন্দী। কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত নাটকটি বৃক্ষ ফিল্মস এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। ইতোমধ্যে ইউটিউবে নাটকটি দেখা হয়েছে ৬ লক্ষাধিক বার।

বিজ্ঞাপন

ইউটিউবের কমেন্ট সেকশনে অধিকাংশ দর্শকই নাটকটির প্রশংসা করেছেন। এছাড়া দেশের নাটক বিষয়ক ফেসবুক গ্রুপগুলোতে হচ্ছে আলোচনা।

পরিচালক তকী বলেন, ‘মন অবরোধ’ দর্শকরা এতটা পছন্দ করবে আগে ভাবিনি। দর্শকদের এ ভালোবাসা সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়।

‘মন অবরোধ’-এ অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সারিকা সাবাহ্, কায়েস চৌধুরী, ইহতিশাম আহমদ টিংকু, আদিল খান প্রমুখ। টি. এইচ. তন্ময় ও  রাব্বি ও রাজর প্রযোজনায় নাটকটির নির্বাহী প্রযোজক বিদ্রোহী দীপন। জাহিদ হোসাইনের চিত্রগ্রহণে নাটকের সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন অর্ণব হাসনাত।

নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক ও ব্যবহৃত গানের  মিউজিক করেছেন শুভ্র রাহা। গানটির সুরকার টি. এইচ. তন্ময় ও তানজীর। পার্থ পৌলিনিউস ফলিয়ার কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজীর, পূর্নতা।

সারাবাংলা/এজেডএস

মন অবরোধ মুহতাসিম তকী

বিজ্ঞাপন

নিখোঁজ শিশুর মরদেহ মিলল ডোবায়
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৩

বন্ধুকে দেখতে ছুটে গেলেন শাহরুখ
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯

আরো

সম্পর্কিত খবর