Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডে পা রাখলেন ক্যাটরিনা কাইফের বোন ইসাবেল


২৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:২৯ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩১

১৪ বছর বয়স থেকেই যুক্ত হয়েছিলেন মডেলিংয়ের সঙ্গে। লি স্ট্রাসবার্গ থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। কাজ করেছেন একটি মিউজিক ভিডিওতেও। কিন্তু সবকিছুর উর্দ্ধে তার বড় পরিচয়, তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বোন। যিনি ‘বুম’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন। রূপোলি পর্দায় ক্যাটরিনার ১৮ বছরের জার্নির পর তার বোন ইসাবেল কাইফ ডেবিউ করতে চলেছেন বলিউড ইন্ডাস্ট্রিতে।

বিজ্ঞাপন

ইসাবেল কাইফকে দেখা যাবে সুরজ পাঞ্চোলির বিপরীতে। ছবির নাম ‘টাইম টু ডান্স’। সামনে এসেছে যার ট্রেলার। ছবি পরিচালনা করেছেন স্ট্যানলি মেনিনো ডি’কোস্তা। নাচের প্রতি ভালবাসা ও প্যাশন উঠে এসেছে ছবির মূল চিত্রনাট্যে।

ইসাবেল কাইফ

ইসাবেল কাইফ

ট্রেলারে ইসাবেলের চরিত্রকে দেখা গিয়েছে একটি নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তৈরি হতে। কিন্তু আচমকাই ইসাবেল নাচ করতে গিয়ে পড়ে যান। ফলে তার ডান্স পার্টনার তাকে ছেড়ে চলে যায়। সেই বিপদে তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন সুরজ পাঞ্চোলি। ছবিতে বলরুম ডান্স ও লাতিন ডান্সকে প্রাধান্য দেওয়া হয়েছে। ছবির মুক্তি মার্চের ১২ তারিখ। এছাড়াও ইসাবেলের হাতে রয়েছে আরও একটি বলিউড সিনেমা। পুলকিত সম্রাটের বিপরীতে ইসাবেলকে দেখা যাবে ‘সুস্বাগতম খুশামদিদ’ ছবিতে।

উল্লেখ্য, এর আগে শোনা গিয়েছিল ক্যাটরিনার মতোই তার ছোট বোন ইসাবেলকে বড় পর্দায় আনবেন সালমান খান। সালমানের বোন অর্পিতার বরের বিপরীতে অভিনয় করার কথা ছিল ইসাবেলের।

এখন ইসাবেল কাইফের বলিউড জার্নি কতটা সুন্দর হয় সেই দিকে তাকিয়ে দর্শকেরা।

ইসাবেল কাইফ ক্যাটরিনা কাইফ ক্যাটরিনা কাইফের বোন টাইম টু ডান্স সালমান খান সুরজ পাঞ্চোলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর