বটতলায় ‘সাধুসঙ্গ’, গাইবেন জনপ্রিয় বাউলরা
২৫ ফেব্রুয়ারি ২০২১ ১৯:০৯ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩২
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে বাউল সংগীতের আসর ‘সাধুসঙ্গ’। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) পূর্ণিমা তিথিতে একাডেমি প্রাঙ্গণের বটতলায় এই আসর বিকাল ৪টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।
পূর্ণিমা তিথির মাসিক সাধুসঙ্গ আয়োজনের ধারাবাহিকতায় এবার এটি ২৩তম আসর। সাধুগুরুদের পরিচালনায় বাউল সংগীত পরিবেশন করবেন প্রাজ্ঞ সাধক শিল্পী কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, সমির বাউল, কাঙ্গালিনী সুফিয়া, পাগলা বাবলু এবং কুদ্দুস বাউল। এছাড়াও সংগীত পরিবেশন করবেন বাউল কামাল, ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন শিবলী সাদিক, বাউল সাইদুল, বাউল দিল বাহার খান, বাউল মমতাজ, বাউল ফারুক নুরী এবং আশালতা।
আয়োজনের শুরুতে বাউল দলের শিল্পীদের কন্ঠে সাঁইজির ভাববাণী এবং শিল্পকলা একাডেমি বাউল দলের ভাববাণী পরিবেশিত হবে। আলোচনা পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে উপস্থিত থাকবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর উপাচার্য্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ এবং একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো।
দেশে ও দেশের বাইরে মুক্তিকামী অসংখ্য মানুষ মানবতার মহান সাধক ফকির লালন সাঁইর ভাববাণীকে নিজ জীবনের ভাবাদর্শ হিসেবে গ্রহণ করছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার স্মরণে জাতীয় পর্যায়ে ধারাবাহিকভাবে কোনো আয়োজন প্রচলিত ছিল না। এ শূন্যতা পূরণের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৯ সাল থেকে প্রতিমাসের পূর্ণিমা তিথিতে মাসিক ‘সাধুসঙ্গ’ আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকল পর্যায়ের বাউল সাধক, বাউল শিল্পীদের অংশগ্রহণে সাধুসঙ্গের ২৩তম আসরের আয়োজন।
বটতলায় ‘সাধুসঙ্গ’ বাউল সংগীতের আসর বাংলাদেশ শিল্পকলা একাডেমি সাধুসঙ্গ