Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডে বিশ্বসুন্দরী মানুষী


২৪ ফেব্রুয়ারি ২০২১ ১১:৩১

দীপিকা পাডুকোনের মতোই বলিউডে পা রাখতে চলেছেন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। কিন্তু কেন দীপিকার মতো? সম্প্রতি এক সাক্ষাৎকারে মানুষী জানিয়েছেন, তিনি দীপিকার বড় অনুরাগী। তার অনুপ্রেরণা দীপিকা। আর তাই তো, যখন তিনি জানতে পেরেছেন, তার প্রথম ছবি দীপিকার প্রথম ছবির মতোই দিওয়ালিতে মুক্তি পাবে, নিজের খুশি প্রকাশ করতে দেরি করেননি মানুষী।

বিগ বাজেটের ছবি ‘পৃথ্বীরাজ’-এ অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে মানুষী চিল্লারকে। পৃথ্বীরাজ চৌহানের জীবনীকে কেন্দ্র করে এই ছবি বানাচ্ছেন পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। ‘পৃথ্বীরাজ’ মুক্তি পাবে চলতি বছরের দিওয়ালিতেই।

বিজ্ঞাপন

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়টি জানিয়েছেন মানুষী। তিনি আরও বলেছেন, বরাবরই তিনি তার পরিবার বা বন্ধুদের সঙ্গে দিওয়ালিতে ছবি দেখতে যেতেন। এবার তার ছবি দিওয়ালিতেই মুক্তি পাবে। সেই খবরেই উচ্ছ্বসিত তিনি।

মানুষী চিল্লার

মানুষী চিল্লার

এই প্রসঙ্গে বলতে গিয়ে মানুষী জানিয়েছেন, ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন দীপিকা পাডুকোন। সেই ছবিও মুক্তি পেয়েছিল দিওয়ালিতে। ফলে তার প্রিয় অভিনেত্রীর মতোই তিনি সেই পথেই হাঁটতে চলেছেন। জানিয়েছেন বিশ্বসুন্দরী।

প্রসঙ্গত, ১৭ বছর পর মানুষী চিল্লারের হাতে ধরে মিস ওয়ার্ল্ডের শিরোপা এসেছে ভারতে। সর্বশেষ ২০০০ সালে বিশ্বসুন্দরীর এই খেতাব অর্জন করেছিলেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। হরিয়ানার মেয়ে সোনিপতে ভগৎ ফুল গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন। মডেলিংয়ের পাশাপাশি পড়াশোনাতেও অত্যন্ত মেধাবী ছিলেন মানুষী। নয়াদিল্লির সেন্ট থমাস স্কুল থেকে সর্বভারতীয় সিবিএসসির দ্বাদশ শ্রেণিতে ইংরেজিতে প্রথম হয়েছিলেন মানুষী। পাশাপাশি ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয় শিক্ষা নিয়েছেন তিনি। রাজা, রাধা এবং কৌশল্যা রেড্ডির কাছে কুচিপুড়ি নাচ শিখেছেন তিনি।

বিজ্ঞাপন

অক্ষয় কুমার পৃথ্বীরাজ বিশ্বসুন্দরী মানুষী চিল্লার