Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক বছর পর ক্যামেরার সামনে বুবলি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৮

বুবলি সবশেষ গত বছরের জানুয়ারিতে শুটিং, ডাবিং শেষ করেছিলেন সৈকত নাসিরের ‘ক্যাসিনো’-তে। এরপর হুট করে আত্মগোপনে চলে যান তিনি। এক বছর পর কিছু আগে তিনি আবার লোক সম্মুখে আসেন। এসেই চুক্তিবদ্ধ হয়েছেন দুটি ছবিতে। এর ভিতরে ‘চোখ’ ছবিটির মাধ্যমে এক বছর পর আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।

গত ২০ ফেব্রুয়ারি যাত্রাবাড়িতে শুরু হয়েছে ‘চোখ’ শিরোনামের এ ছবির শুটিং। শাপলা মিডিয়ার প্রযোজনায় পরিচালনা করছেন আসিফ ইকবাল জুয়েল।

বিজ্ঞাপন

১৫ ফেব্রুয়ারি রাতে এ ছবিতে চুক্তিবদ্ধ হন বুবলি। এর মাধ্যমে অনেক দিন পর নতুন কোনো সিনেমার সঙ্গে যুক্ত হন এক সময়ের সংবাদপাঠিকা।

বছর কয়েক আগে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় নাম লেখান বুবলি। তারা পরপর দশটি ছবিতে অভিনয় করেছেন, মুক্তির অপেক্ষায় আছে ‘বিদ্রোহী’।

এ জুটিকে সর্বশেষ দেখা যায় গত বছর মুক্তি পাওয়া কাজী হায়াতের ‘বীর’ সিনেমায়। এরপর ব্যক্তিগত সম্পর্কের জটিলতা খবর হয় বছর জুড়ে। তবে কয়েক দিন আগে ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হাজির হন শাকিব-বুবলি। তবে প্রকাশ্যে তাদের কথা বলতে দেখা যায়নি।

সারাবাংলা/এজেডএস

বুবলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর