নারীদের সম্মানিত করবে ‘অপরাজিতা-২০২১’
২০ ফেব্রুয়ারি ২০২১ ১০:০০ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৩
মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সামগ্রীক উন্নয়নে, সমাজ ও পারিবারিক জীবনে, রাষ্ট্র পরিচালনায়, ব্যবসাসহ সকল পেশায় নারীদের অগ্রযাত্রা আজ অভিনন্দনযোগ্য। অগ্রগামী এসব নারীর জন্য আমিন জুয়ের্লাস লিঃ ও বাঘবাংলা আয়োজন করেছে ‘অপরাজিতা সম্মাননা ২০২১’ এর।
মোট ৬ টি ক্যাটাগরিতে ১০ জনকে এই সম্মাননায় ভূষীত করার সিদ্ধান্ত নিয়েছেন জুরি বোর্ড। এই বোর্ড এর চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সদস্য হিসেবে আছেন কবি রুবি রহমান, কবি আলফ্রেড খোকন, জেনারেল ম্যানেজার, অনুষ্ঠান বিভাগ, এন টি ভি এবং সাহিত্যিক ও দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফি।
৫ জন সম্মাননা পাবেন মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে। আর ১ জন করে চ্যলেঞ্জিং, খেলাধূলা, সাহিত্য, সংস্কৃতি ও সফল উদ্যোক্তা ক্যাটাগরিতে সম্মাননা লাভ করবেন।
অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে এন টিভিতে ৮ মার্চ রাত ৯ টায়।
সারাবাংলা/এজেডএস