Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রোতাপ্রিয় হচ্ছে গানের ডালির নতুন তিন গান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩০ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫৩

সংগীত প্রতিষ্ঠান গানের ডালির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নতুন তিন মিউজিক ভিডিও। এর মধ্যে শিল্পী প্রীতম হাসান গেয়েছেন ‘শেষ কথা’ নামে একটি রোমান্টিক গান। গানটিতে প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী দোলা রহমান। গানটির গীতিকার রাকিব হাসান রাহুল। সুর ও সংগীত অদিত রহমান।

শিল্পী প্রীতম হাসান ও দোলা রহমান জানান, গানটি এরই মধ্যে শ্রোতারা বেশ পছন্দ করেছে।

অন্যদিকে প্রতীক হাসান ও দোলার গানটির শিরোনাম ‘মন করলা তুমি চুরি’। মজার এ গানটির গীতিকার রাকিব হাসান রাহুল। সুর করেছেন অদিত রহমান ও সায়ন। মিউজিক কম্পোজিশন করেছেন অদিত। টাকা উপার্জনকে কেন্দ্র করেই এ গানটির কথা। কেউ সেটা বৈধভাবে করেন। আবার কেউ করেন অবৈধভাবে। এসব বিষয় উঠে এসেছে গানটির কথায়। শিল্পীরা জানান, গানটি দারুণ শ্রোতাপ্রিয় হয়েছে।

এ দুটি গানের পাশাপাশি প্রবাসী নারী শ্রমিকদের নিয়ে গেয়েছেন শিল্পী লায়লা। তার এ গানটির শিরোনাম ‘নষ্ট মেয়’। গানটির গীতিকার ও সুরকার জামাল রেজা। মিউজিক কম্পোজিশন বিনোদ রায়। গানটির মূল বিষয় প্রবাসী নারী শ্রমিকদের জীবনকাহিনি নির্ভর।

শিল্পী লায়লা বলেন, গানটি গেয়ে এদেশের হাজারও প্রবাসী নারী শ্রমিকদের সঙ্গে হৃদয়ের একাত্মতা প্রকাশের একটা সুযোগ পেয়েছি। আশা করি শ্রোতাদের গানটি ভালোভাবে গ্রহণ করেছেন।

গানের ডালির নতুন এ তিনটি গানেরই ভিডিও করা হয়েছে। এর শুটিং করা হয়েছে দেশের সুন্দর সব লোকেশনে। এর মধ্যে লায়লার গানের ভিডিওতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান ও মিথিলা আহমেদ।

সারাবাংলা/এজেডএস

গানের ডালি