পাঁচ বছর পর আবার দুই জন
১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৫৫ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ২১:২৪
সোহানী হোসেনের প্রযোজনায় শাকিব খান এর আগে অভিনয় করেছিলেন ‘সত্তা’য়। ছবিটি গল্পের কারণে বেশ প্রশংসিত হয়েছিল। একই প্রযোজকের আরেকটি ছবিতে শাকিব চুক্তিবদ্ধ হয়েছেন। ‘অন্তরাত্মা’ নামের ছবিটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। এতে নায়িকা হিসেবে থাকছেন কলকাতারা দর্শনা বণিক। এ ছবির মাধ্যমে এ প্রযোজকের ছবিতে পাঁচ বছর পর অভিনয় করছেন শাকিব খান।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ছবিটিতে শাকিব খানকে চুক্তিবদ্ধ করা হয়। এ ছবিটি হবে শাকিবের এ বছরের প্রথম ছবি।
জানা গেছে, আগামী ১ মার্চ থেকে ‘অন্তরাত্মা’র শুটিং শুরু হবে।
‘সত্তা’ ছবিটির কাহিনি লিখেছিলেন সোহানী হোসেন। এ ছবির কাহিনিও তিনি লিখেছেন।
ছবিটি নিয়ে শাকিব খান বলেন, সিনেমায় গল্প এতো ভালো যে আমার মধ্যে একেবারে গেঁথে গেছে। যখন আমাকে গল্প শোনানো হয় আমি মন্ত্রমুগ্ধের মতো শুনে একেবারেই বলেছি সিনেমাটি আমি করবো। তাছাড়া সোহানী ম্যাডাম যেমন ভালো মানুষ তেমন ভালো একজন প্রযোজক। তার গল্পে অন্যরকম এক ব্যাপার রয়েছে।
সারাবাংলা/এজেডএস