Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাদিয়া ও সাব্বিরের ‘সরল রেখা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১ ১১:৩০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১১:৫৫

মশিউর রহমান নির্মাণ করেছেন একক নাটক ‘সরল রেখা’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। এনটিভিতে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে।

‘সরল রেখা’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া ইসলাম, নীল ইসলাম, মাসুদ প্রমুখ।

নাটকের গল্পটা রেখা ও সরলের। তাদের পরিচয়টা তুমুল ঝগড়ার মধ্য দিয়ে। রেখা রাস্তায় দাড়িয়ে গাড়ি খুঁজছে। এটা সরল খেয়াল করে তাকে অফার করে, সে ট্যাক্সির ব্যবস্থা করবে। তবে শর্ত একটাই। সেও শেয়ারে যাবে। কিন্তু রেখা শেয়ারে যাবে না। সরল নাছোরবান্দার মতো তার পিছে লেগে থাকে। এদিকে রেখার মা অসুস্থ শুনে সে বাসায় ফেরার জন্য তাড়াহুড়ো করে বাধ্য হয়ে যেতে রাজি হয়। কিন্তু রেখা দেখে, সরল গাড়িতে একটা বড় ছালা ও দুই ব্যাগ তোলে। এতে ড্রাইভার ও রেখা দুজনেই রেগে যায়। শুটকির তীব্র গন্ধে গাড়ি ভরে যায়। সরলকে গাড়ি থেকে নামিয়ে দেয়া হয়। কিন্তু সরলের মোবাইল গাড়িতে রয়ে যায়। এ নিয়ে একের পর এক ঘটনা দুর্ঘটনা ঘটতে থাকে। রেখার বিয়ে পর্যন্ত ভেঙে যায়। অন্যদিকে একটা কমদামি মোবাইলের জন্য সরল পুলিশ নিয়ে রেখার বাড়িতে হানা দেয়। জটিলতা তীব্র আকার ধারণ করে।

সারাবাংলা/এজেডএস

মীর সাব্বির নাদিয়া সরল রেখা

বিজ্ঞাপন

নিখোঁজ শিশুর মরদেহ মিলল ডোবায়
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৩

বন্ধুকে দেখতে ছুটে গেলেন শাহরুখ
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯

আরো

সম্পর্কিত খবর