Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মান্নাকে স্মরণ করলেন শাকিব খান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৭

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি অকালে চলে জান জনপ্রিয় নায়ক মান্না। তার মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে। মান্না চলে যাবার কিছুদিন আগ থেকে ঢালিউড রাজত্ব করতে শুরু করেছিলেন শাকিব খান। প্রয়াত এ নায়কের সঙ্গে শাকিবের অনেক স্মৃতি।

মান্নাকে স্মরণ করে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দিয়েছেন এক স্ট্যাটাস। যেখানে তিনি হয়েছেন স্মৃতিকাতর।

শাকিব লেখেন, “আপনি ছিলেন আনপ্যারালাল। আপনার কাজগুলোতে আলাদা স্বকীয়তা ছিল। ভীষণ মিস করি আপনাকে। ১৩তম মৃত্যুবার্ষিকীতে আপনার রুহের মাগফিরাত কামনা করি। প্রিয় মান্না ভাই, যেখানেই থাকুন শান্তিতে থাকুন।”

মান্না অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম ‘তওবা’, কিন্তু প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পাগলী’। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাশেম মালার প্রেম’ চলচ্চিত্রে মান্না প্রথম একক নায়ক হিসেবে অভিনয় করেন। এর আগে অভিনীত চলচ্চিত্রগুলোতে তিনি সহনায়ক হিসেবে অভিনয় করলেও ব্যবসাসফল ছিল। ‘কাশেম মালার প্রেম’ একক নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে।

কাজী হায়াৎ পরিচালিত ‘দাঙ্গা’, ‘ত্রাস’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে অ্যাকশন হিরো হিসেবে মান্নার গ্রহণযোগ্যতা তৈরি হয়। দুজনে মিলে উপহার দেন ‘আম্মাজান’-এর মতো কালজয়ী সিনেমা। মান্নার অন্য ছবির মধ্যে রয়েছে লুটতরাজ, তেজী, বর্তমান, কষ্ট, লাল বাদশা, উত্তরের খেপ, বীর সৈনিক, স্বামী-স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী ও উত্তরের খেপ।

১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলে মান্নার জন্ম।

সারাবাংলা/এজেডএস

মান্না শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর